এমটিনিউজ২৪ ডেস্ক : গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তাকারী ও আওয়ামী লীগ নেতা আ. ক. ম মোজ্জামেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগের ৩ নেতাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে উল্লেখ করা হয়, গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর হামলায় সহায়তাকারী ও আ. ক. ম মোজ্জামেল হকের ঘনিষ্ঠ আওয়ামী লীগের ৩ নেতাকে গোপন তথ্যের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্টের আওতায় গ্রেফতার ৩ জন হলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শরীফুল ইসলাম তরুণ, মুক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বদরুজ্জামান খান ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল গনি ভূঁইয়া।