মঙ্গলবার, ০৭ নভেম্বর, ২০২৩, ০৫:৪৬:৫৩

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা

এমটিনিউজ২৪ ডেস্ক : পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে শ্রম মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সভা শেষে এ ঘোষণা দেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান।

ঘোষণা অনুযায়ী পোশাক শ্রমিকদের জন্য ১২ হাজার ৫০০ টাকা ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়েছে। তবে শ্রমিকরা চেয়েছিলেন ১৫ হাজার টাকার মধ্যে।

এর আগে গত ২২ অক্টোবরের বৈঠকে শ্রমিকপক্ষের প্রতিনিধি ২০ হাজার ৩৯৩ টাকা এবং মালিকপক্ষের প্রতিনিধি ন্যূনতম মজুরি প্রস্তাব করেন ১০ হাজার ৪০০ টাকা। 

সভায় উপস্থিত ছিলেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ সভাপতি এ কে এম সেলিম ওসমান, সংসদ ও এফবিসিসিআই সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। মালিকপক্ষ ও শ্রমিক পক্ষের প্রতিনিধিরা।

এর আগে রাজধানীর পল্টনে নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়।

বিকেল ৩টা ৫০ মিনিটে মন্ত্রী এই ঘোষণা দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে