এমটিনিউজ২৪ ডেস্ক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর আসনের সংসদ সদস্য মো. মাহবুবউল আলম হানিফের সেজো ভাই শহিদুল আলম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (৬ নভেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
হানিফের ব্যক্তিগত সচিব মোহা. তারিক-উল-ইসলাম টুটুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরহুমের নামাজে জানাজা বুধবার (৮ নভেম্বর) বাদ এশা রাজধানীর সোবহানবাগ জামে মসজিদে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হবে।