বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩, ০৮:০৭:২৪

আমাদের ঠিকানা রাজপথ, না হয় কারাগার: রিজভী

আমাদের ঠিকানা রাজপথ, না হয় কারাগার: রিজভী

এমটিনিউজ২৪ ডেস্ক : গণতন্ত্র ফেরানোর লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

দেশব্যাপী চলমান ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচির মধ্যে বুধবার বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, দল যে কর্মসূচি দেবে প্রতিটি কর্মসূচি আমাদের নেতাকর্মীরা পালন করবে। আমাদের ঠিকানা হয় কারাগার, না হয় রাজপথ। এর মাঝখানে আমাদের কিছু নেই। এর মাঝ দিয়ে আমাদের যাওয়ার কোনো পথ নেই।

গাজীপুরের কোনাবাড়িতে আন্দোলনরত শ্রমিকদের ওপর পুলিশের হামলায় নারী শ্রমিক নিহত হওয়ার ঘটনার নিন্দা জানান তিনি।

গত ২৪ ঘণ্টায় সারাদেশে অবরোধ কর্মসূচিতে ৫১৫ জনের বেশি নেতাকর্মী গ্রেফতার হয়েছে, ১৮টি মামলায় ১ হাজার ৯২০ জনকে আসামি করা হয়েছে। গত ২৮ অক্টোবরের মহাসমাবেশের পর থেকে এ পর্যন্ত ১২ হাজার ৪৪৬ জন নেতাকর্মীকে গ্রেফতার ও ৫৭৯টির বেশি মামলা দায়ের করা হয়েছে বলে বলে জানান রিজভী।

তিনি বলেন, নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়ে অবরোধ কর্মসূচির প্রথম দিন চলছে, কর্মসূচি সাফল্যমণ্ডিত হয়েছে। সারাদেশে কোনো দূরপাল্লার গাড়ি ছাড়েনি। যাত্রী পাওয়া যায়নি বলে গাড়ি ছাড়েনি। অর্থাৎ কর্মসূচিতে মানুষের জনসমর্থন রয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে