বুধবার, ০৮ নভেম্বর, ২০২৩, ১০:১১:৩৬

সন্ধ্যার পর ৩ বাসে আগুন

সন্ধ্যার পর ৩ বাসে আগুন

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি-জামায়াতের ডাকা চলমান অবরোধে বুধবার সন্ধ্যার পর রাজধানীতে দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ছাড়া গাজীপুরের শ্রীপুরে শ্রমিকবাহী একটি বাসে আগুন দিয়ে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

ফায়ার সর্ভিস সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টা ৮মিনিটের দিকে বনানীর কাকলি পুলিশ ফাঁড়ির সামনে একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে কে বা কারা আগুন দিয়েছে তা জানা যায়নি।

আগুন নেভাতে কুর্মিটোলা ফায়ার স্টেশনের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই আগুন নিভে যাওয়ায় তাদেরকে কিছু করতে হয়নি।

এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর তাঁতিবাজার মোড়ে আকাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আবু তালহা বিন জসিম। খবর পেয়ে সদরঘাট ফায়ার স্টেশনের দুটি ইউনিট এসে আগুন নেভায়।

গাজীপুরের শ্রীপুরে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উপজেলার রঙ্গিলাবাজার এলাকায় শ্রমিকবাহী একটি বাসে পেট্রল ছুড়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। খবর পেয়ে মাওনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থল পৌঁছে আগুন নেভায়।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, ‘কে বা কারা আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে