বৃহস্পতিবার, ০৯ নভেম্বর, ২০২৩, ০৯:২৯:১৫

দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকার, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু

দুমড়েমুচড়ে গেছে প্রাইভেটকার, ঘটনাস্থলে ১ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এতে প্রাইভেটকারের ভেতরে থাকা একজন নিহত হয়েছেন। তবে, তাৎক্ষণিক তার নাম-পরিচয় পাওয়া যায়নি। খবর পেয়ে উদ্ধার কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বুধবার (৮ নভেম্বর) রাত ১১টা ৫৩ মিনিটের দিকে ওয়ারীর হাটখোলা সড়কের সামনে সড়কে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ওয়ারী থানার পরিদর্শক (তদন্ত) মো. মজিবুর রহমান।

তিনি জানান, কাভার্ডভ্যানের নিচে চাপা পড়েছে একটি প্রাইভেটকার। প্রাইভেটকারে থাকা একজন আটকে পড়েন এবং তিনি ঘটনাস্থলে মারা যান। কাভার্ডভ্যানচালক এ ঘটনার পর পালিয়ে গেছেন।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, ওয়ারীতে কাভার্ডভ্যানের নিচে পড়ে একটি প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেছে। এ ঘটনার পর উদ্ধারে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করছে। রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছিল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে