এমটিনিউজ২৪ ডেস্ক : খুলনায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
শুক্রবার (১০ নভেম্বর) বিকেল ৫টার দিকে রূপসার রাজাপুর পপুলার জুট মিলের গোডাউনে এ অগ্নিকাণ্ড ঘটে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে নৌ-ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট তাদের সঙ্গে যোগ হয় সেখানে। তবে সময় যতই গড়াচ্ছে আগুনের লেলিহান শিখা ততই বাড়ছে।
এ বিষয়ে খুলনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। আরও বেশ কিছু ইউনিট ইতোমধ্যে রওনা হয়েছে। এই মুহূর্তে আগুন লাগার কারণ জানানো সম্ভব নয়।