সোমবার, ১৩ নভেম্বর, ২০২৩, ০৯:২২:৩১

এবার ডোনাল্ড লুর চিঠি পাওয়ার কথা জানাল বিএনপি

এবার ডোনাল্ড লুর চিঠি পাওয়ার কথা জানাল বিএনপি

এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের প্রধান তিনটি রাজনৈতিক দলের মধ্যে নিঃশর্ত সংলাপের আহ্বান জানিয়ে জাতীয় পার্টির পর এবার বিএনপিকে চিঠি দিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। এর আগে বনানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে দলটির নেতাদের চিঠি দিয়ে এসেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ সোমবার সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এ সংক্রান্ত একটি চিঠি পেয়েছি।’

বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান আমীর খসরু মাহমুদ চৌধুরী কারাগারে আছনে।

কমিটির সদস্য শ্যামা ওবায়েদ দলের পক্ষে বিদেশি দূতাবাসে যোগাযোগ করে থাকেন। দলের একটি সূত্র জানায়, শ্যামা ওবায়েদকে ই-মেইলে চিঠি পাঠানো হয়েছে।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সহিংস ঘটনায় দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার হয়েছেন। দলের নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে নেতা-কর্মীরা কেউ যাচ্ছেন না।

এর আগে আজ সোমবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে যান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সেখানে কিছু সময় অবস্থান করে তিনি চলে যাওয়ার পর জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নু সাংবাদিকদের বলেন, পিটার হাস একটি চিঠি নিয়ে এসেছিলেন, যা তিনি জাপার চেয়ারম্যানকে দিয়েছেন। চিঠির সারসংক্ষেপ হচ্ছে, যুক্তরাষ্ট্র বাংলাদেশে একটি সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায়।

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কোনো কথা হয়েছে কিনা জানাতে চাইলে তিনি বলেন, ‘এটি অফিশিয়ালি কোনো বৈঠক নয়।
উনি চিঠিটা পড়লেন, আমরা শুনলাম। চিঠির মূল বক্তব্য হচ্ছে- তাদের সরকার বাংলাদেশে অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে