বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৩:০১:২৯

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কালকিনী থেকে এলেন ১১০ বছরের এক বৃদ্ধ

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে কালকিনী থেকে এলেন ১১০ বছরের এক বৃদ্ধ

এমটিনিউজ২৪ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মাদারীপুরের কালকিনী থেকে এসেছেন ১১০ বছরের বৃদ্ধ। তার নাম মৌলভী আব্দুর রশিদ।

বুধবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সড়কে তার দেখা মিলেছে।

 সময় সংবাদকে তিনি বলেন, আমি জিয়াউর রহমানের ভক্ত ছিলাম। তার দেশপ্রেমে আমি মুগ্ধ হতাম। জিয়ার মৃত্যুর পর তার জানাজায়ও অংশগ্রহণ করেছিলাম। তখনও লাখ লাখ মানুষ হয়েছিল। জিয়ার মৃত্যুর পর তার দেশপ্রেম দেখেছি খালেদা জিয়ার মধ্যে। তিনি কখনো নৈতিকতাকে বিসর্জন দেননি।

 খালেদা জিয়া হাজারও জেল-জুলুম অত্যাচারের শিকার হয়েও কখনো আপস করেননি বলেও জানান এ বৃদ্ধ। তার মতো নেত্রী বাংলাদেশের মাটিতে আর জন্ম নেবে বলে মনে হয় না। বাংলাদেশ খাঁটি একজন দেশপ্রেমিক হারালো। খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারলে আফসোস থেকে যেত। তাই এই শরীর নিয়েও চলে এসেছি।
 
মঙ্গলবার সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে