 
                                        
                                        
                                       
                                        
                                             
                                                                                    
এমটিনিউজ২৪ ডেস্ক : চলতি বছরের সেপ্টেম্বরে গত ১১ বছরের মধ্যে সর্বোচ্চ স্তরে উঠেছিল স্বর্ণের দাম। তবে চলমান মাসে নিরাপদ আশ্রয় ধাতুটির দরপতন ঘটছে।
স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, স্বর্ণ কেনার সেরা সময় এখনই নাকি ২০২৪ সালের জন্য অপেক্ষা করতে হবে? যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম সিবিএসের এক প্রতিবেদনে বলা হয়, স্বর্ণে বিনিয়োগ করার সেরা সময় এখনই। মূলত ৩ কারণে মূল্যবান ধাতুটি বর্তমানে কেনা শ্রেয়। যেজন্য নতুন বছরের অপেক্ষা করতে হবে না।
১. স্বর্ণের দাম বাড়তে পারে  
বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ বিক্রি হচ্ছে ১৯৫৪ ডলার ৬৮ সেন্টে। গত ৪ অক্টোবর যা ছিল ১৮২২ ডলার ৭৪ সেন্ট। সেই থেকে এখন পর্যন্ত স্বর্ণের দাম বেড়েছে ১০০ ডলার। অর্থাৎ গুরুত্বপূর্ণ ধাতুটির দরে ঊর্ধ্বমুখী প্রবণতা রয়েছে। আগামী দিনে সেটা আরও বৃদ্ধি পেতে পারে। ফলে স্বর্ণ কেনার সেরা সময় এখনই।
কারণ, এসময়ে তুলনামূলকভাবে কম টাকায় তা কেনা যাবে। সময় যত গড়াবে, তত বেশি টাকা গুনতে হবে গুরুত্বপূর্ণ ধাতুটি কিনতে। ফলে এখনই কিনে ফেলা শ্রেয়। কারণ, শিগগিরই আউন্সপ্রতি স্বর্ণের দর উঠতে পারে ২০০০ ডলারে। সেক্ষেত্রে এখন কিনে রাখলে ভবিষ্যতে বেশি দরে বিক্রি যাবে। ফলে প্রত্যাশা অনুযায়ী মুনাফা করা যাবে।
২. মূল্যস্ফীতি চড়া থাকতে পারে 
গত বছর বিশ্বজুড়ে মূল্যস্ফীতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে পুরোপুরি তাতে লাগাম টানা যায়নি। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, আগামী দিনেও গোটা বিশ্বে মূল্যস্ফীতি চড়া থাকতে পারে। আর এমনটি হলে স্বর্ণের কদর বেড়ে যাবে। কারণ, অর্থনৈতিক অস্থিরতার সময় গুরুত্বপূর্ণ ধাতুটির দাম বেড়ে যায়। ফলে এখন কিনে রাখলে সেই পরিস্থিতি মোকাবিলা করা যাবে। বিক্রি করে বেশি লাভও হবে।
৩. অন্যান্য সম্পদের মূল্য কমতে পারে 
২০২৩ সালে অনেক সম্পদের দরপতন ঘটেছে। সেই তালিকায় রয়েছে প্যালাডিয়াম ও প্লাটিনামের মতো ধাতু। বিশ্বব্যাপী শেয়ারবাজার, বন্ড মার্কেটেও সংকট দেখা দিয়েছে। নতুন বছরেও সেই ধারা অব্যাহত থাকতে পারে। ভূ-রাজনৈতিক সংকট না মিটলে সেটা কাটার কোনও সম্ভাবনা নেই। এমন অবস্থায় বিভিন্ন সম্পদের মান কমতে পারে। তবে স্বর্ণের দাম বাড়তিই থাকতে পারে। যে কারণে একে দুঃসময়ের বন্ধু ধাতু বলা হয়।