সোমবার, ২০ নভেম্বর, ২০২৩, ০৪:১০:২৮

কেজিতে একলাফে যত কমলো গরুর মাংসের দাম!

কেজিতে একলাফে যত কমলো গরুর মাংসের দাম!

এমটিনিউজ২৪ ডেস্ক : বেশ কিছুদিন ধরে খুলনায় গরুর মাংসের দাম একলাফে কেজিতে ১০০ টাকা কমে গেছে। সব ধরনের নিত্যপণ্যের দাম বেড়ে যাওয়ায় গরুর মাংস কেনা কমিয়ে দিয়েছেন মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষ।

যার কারণে বাজারে গরুর মাংসের চাহিদা কমে গেছে। ফলে কমে গেছে দামও। খুলনা মহানগরীর প্রধান গরুর মাংসের বাজার ময়লাপোতা মোড়ে ৭৫০ টাকার পরিবর্তে ৬৫০ টাকা কেজিতে মাংস বিক্রি করতে দেখা গেছে। এছাড়া নগরীর ব্যস্ততম দোলখোলার মোড়েও গরুর মাংস বিক্রি হচ্ছে একই দামে।

অনেক জায়গায় মাইকিং করে দাম কমানোর ঘোষণা দিয়ে ১০ কেজি গরুর মাংস কিনলে আরওয়ান ফাইভ খেলনা মটোরসাইকেল উপহার দিচ্ছে।

সোমবার (২০ নভেম্বর) সকালে শামীম হোসেন নামের এক ক্রেতা বলেন, মানুষের ক্রয়ক্ষমতা কমে আসার গরুর মাংসের চাহিদাও কমে গেছে। আগের মতো মানুষ গরুর মাংস কিনছেন না। যার কারণে বাজারে গরুর মাংসের দাম কমেছে।

বিক্রেতারা বলছেন, গরুর দাম বিগত দিনের চেয়ে কম হওয়ায় তারা কম দামে মাংস বিক্রি করতে পারছেন।

রাজু বিফ সপের বিক্রেতা কামরুল ইসলাম বলেন, গরুর সরবরাহ বেড়ে গেছে। অন্যদিকে দ্রব্যমূল্য বেড়ে যাওয়ায় মানুষ গরুর মাংস খাওয়া কমিয়ে দিয়েছেন। যার কারণে গরুর মাংসের দাম কমে গেছে।

মোল্লা মিট সপের মামুন মোল্লা বলেন, ফার্মের গরু দ্রুত বর্ধনশীল হওয়ায় গরুর সরবরাহ বেড়ে গেছে। যার কারণে গরুর দাম কমে গেছে। দাম কমে যাওয়ায় মানুষ গরুর মাংস বেশি কিনছেন। আগে আমরা এক কেজি গরুর মাংস বিক্রি করতাম ৭৫০ টাকা এখন বিক্রি করি ৬৫০ টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে