বৃহস্পতিবার, ২৩ নভেম্বর, ২০২৩, ০১:৩৮:২৩

কখন হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা? যা জানা গেল

কখন হবে ১৮তম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা? যা জানা গেল

এমটিনিউজ২৪ ডেস্ক : ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। শিক্ষক নিবন্ধনের আবেদন নেওয়ার কার্যক্রম চলছে। 

এটি শেষ হলে শুরু হবে প্রিলিমিনারি পরীক্ষার কার্যক্রম। আগামী নির্বাচনের পর সুবিধাজনক সময়ে প্রিলিমিনারি পরীক্ষা নেয়া হবে বলে জানিয়েছে এনটিআরসিএ কর্তৃপক্ষ।

এনটিআরসিএর চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. এনামুল কাদের খান বলেছেন, ‘সামনে জাতীয় নির্বাচন। এসময়ে সব কর্মকর্তা নির্বাচনসংক্রান্ত কাজে ব্যস্ত থাকবেন। তাই নির্বাচনের পর সুবিধাজনক সময়ে প্রিলিমিনারি পরীক্ষা নেব।’

এনটিআরসিএ জানিয়েছে, ১৮তম নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের ওয়েবসাইটে দেওয়া ফরমের মাধ্যমে আবেদন করতে হবে। 

আবেদন করার ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষা ফি বাবদ ৩৫০ টাকা জমা দিতে হবে। ৯ নভেম্বর সকাল ৯টা থেকে প্রার্থীরা আবেদন করা শুরু করেছেন, যা শেষ হবে ৩০ নভেম্বর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে