শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ০৮:৫৬:৫৩

ফেসবুকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণা, দুই বছরের কারাদণ্ড

ফেসবুকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণা, দুই বছরের কারাদণ্ড

এমটিনিউজ২৪ ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক থেকে পণ্য কেনার পর মূল্য পরিশোধ না করে প্রতারণার অভিযোগে আমজাদ হোসেন কিরণ (৪৪) নামে এক ব্যক্তিকে দুই বছরের কারাদণ্ড ও জরিমানা করেছেন আদালত। 

বৃহস্পতিবার দুপুরে রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জিয়াউর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আমজাদ হোসেন যশোর সদর থানার জয়নাল আবেদিনের ছেলে। রাজশাহী বিভাগীয় সাইবার ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট ইসমত আরা বেগম এসব তথ্য নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, আসামি ২০২২ সালের জুন মাসে একটি লুঙ্গি কোম্পানির কাছে থেকে প্রথমে ফেসবুকের মাধ্যমে কিছু নমুনা অর্ডার করে। পরে সেগুলোর টাকা পরিশোধ করে বিকাশের মাধ্যমে। 

এরপর ৩ লাখ ৩২ হাজার ২৮০ টাকার লুঙ্গি ফেসবুকের মাধ্যমে অর্ডার করেন। পণ্য পাওয়ার পর থেকেই তিনি তার ফোন নম্বর ও ফেসবুকে যোগাযোগ বন্ধ করে দেন। ওই বছরের ২৪ জুলাই বুলবুল হোসেন বাদী হয়ে বেলকুচি থানায় মামলা করেন। এ মামলার রায় বৃহস্পতিবার ঘোষণা করেন আদালত।

পিপি আরও বলেন, মামলায় আসামি কিরণকে আদালত দুটি ধারায় এক বছর করে দুই বছর এবং নগদ ১০ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে অরও ছয় মাসের কারাদণ্ড দেয়। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে