শুক্রবার, ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:১৩:৪৬

১৭০ কেজি মেদ মাছ ধরা পড়লো এক জালেই!

১৭০ কেজি মেদ মাছ ধরা পড়লো এক জালেই!

এমটিনিউজ২৪ ডেস্ক : সুন্দরবনে মাছ শিকারে গিয়ে এক জালে ২৭টি মেদ মাছ শিকার করেছেন বাবলু কয়াল নামের এক জেলে। যার ওজন ১৭০ কেজি (৪.২৫ মণ)।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে মাছগুলো নীলডুমুর ঘাটে আনা হলে পাইকারি এক ক্রেতা ১ লাখ টাকায় কিনে নেন। যার প্রতি কেজি দাম ধরা হয়েছে ৬০০ টাকা।

জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের সোরা গ্রামের বাবলু কয়াল বন বিভাগের অনুমতি নিয়ে কয়েকদিন আগে মাছ ধরতে সুন্দরবনে প্রবেশ করেন। বুধবার রাতে সুন্দরবনের মাহমুদা নদীতে মাছ ধরতে একটি জাল ফেলেন তিনি। সেই জালেই একসঙ্গে ২৭টি মেদ মাছ ধরা পড়ে।

মাছ ব্যবসায়ী মো. শরিফ হোসেন বলেন, সুন্দরবনে এ মাছকে মেদ মাছ বলা হয়। এটি ক্যাটফিস প্রজাতির সবচেয়ে বড় মাছ। এই মাছ সুন্দরবনের নদীর সবচেয়ে মূল্যবান প্রজাতির মাছের একটি। 

খানিকটা কাইন মাছের আকৃতির এই মাছ খেতে অত্যন্ত সুস্বাদু। এরা নদীতে ঝাঁক বেঁধে ঘুরে বেড়ায়। সচরাচর জালে এ মাছ ধরা পড়ে না। মূলত বড়শি দিয়েই ধরতে হয়। তবে সুন্দরবনে মাঝে মাঝে ভাগ্যবান জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে এ মাছ ধরা পড়ে। গত বছর এক জেলে এক সঙ্গে ৩০০টি মেদ মাছ পেয়েছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে