শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ০৪:৪৩:১০

বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য অধিদপ্তর

বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করল স্বাস্থ্য অধিদপ্তর

আবারো বড় ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের আওতাধীন জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচি ও জাতীয় এইডস/এসটিডি কর্মসূচিতে ২৫ ধরনের পদে চুক্তিভিত্তিক মোট ২৫৪ জন নিয়োগ দেওয়া হবে। 

সবচেয়ে বেশি সংখ্যক জনবল নেওয়া হবে মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) পদে, ১৮৮ জন। পদভেদে সর্বোচ্চ বেতন ১ লাখ ৬৮ হাজার ৫২৫ টাকা।

প্রার্থীদের আবেদন করতে হবে অনলাইনে ৩ ডিসেম্বর ২০২৩ বিকাল ৫টার মধ্যে।
এর আগে, ১৫৫ পদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিলস্বাস্থ্য অধিদপ্তর।

পদের বিবরণ

১. পদের নাম: সফটওয়্যার ডেভেলপার
পদ সংখ্য: ১টি
বেতন: ১,৫০,০০০ টাকা

২. পদের নাম: টিবি ল্যাব অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এক্সাপার্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৩. পদের নাম: লজিস্টিকস অ্যান্ড ডাটা ম্যানেজমেন্ট এক্সপার্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ১,২৩,৫৭৩ টাকা

৪. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ফিন্যান্স
পদ সংখ্য: ১টি
বেতন: ১,৬৮,৫২৫ টাকা

৫. পদের নাম: ডিভিশনাল টিবি এক্সপার্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ১,২৭,৫৭৮ টাকা

৬. পদের নাম: মাইক্রোবায়োলজিস্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ১,১৫,৯৬৩ টাকা

৭. পদের নাম: সার্ভিলেন্স মেডিকেল অফিসার (এসএমও)-টিবি
পদ সংখ্য: ৩টি
বেতন: ৭০,০০০ টাকা

৮. পদের নাম: ফিন্যান্স অফিসার
পদ সংখ্য: ১টি
বেতন: ১,০৭,৩৪৫ টাকা

৯. পদের নাম: প্রকিউরমেন্ট অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট (পিএসএম) অফিসার
পদ সংখ্য: ২টি
বেতন: ৫৫,০০০ টাকা

১০. পদের নাম: এমআইএস অফিসার
পদ সংখ্য: ৮টি
বেতন: ৪০,০০০ টাকা

১১. পদের নাম: সাপ্লাই চেইন অ্যান্ড লজিস্টিকস অফিসার
পদ সংখ্য: ১টি
বেতন: ৪০,০০০ টাকা

১২. পদের নাম: প্রোগ্রাম অর্গানাইজার
পদ সংখ্য: ২টি
বেতন: ২৫,০০০ টাকা

১৩. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব)
পদ সংখ্য: ১৮৮টি
বেতন: ২৫,০০০ টাকা

১৪. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট (রেডিওলজি)
পদ সংখ্য: ২৫টি
বেতন: ২৫,০০০ টাকা

১৫. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট/অ্যাসিস্ট্যান্ট
পদ সংখ্য: ২টি
বেতন: ১৮,০০০ টাকা

১৬. পদের নাম: ড্রাইভার
পদ সংখ্য: ৪টি
বেতন: ১৮,০০০ টাকা

১৭. পদের নাম: ক্লিনার
পদ সংখ্য: ২টি
বেতন: ১৮,০০০ টাকা

১৮. পদের নাম: কাউন্সেলর
পদ সংখ্য: ২
বেতন: ২৬,২৫১ টাকা

১৯. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ৩০,০০০ টাকা

২০. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (প্রিজন ইন্টারভেনশন)
পদ সংখ্য: ১টি
বেতন: ৭৫,৬০০ টাকা

২১. পদের নাম: মেডিকেল টেকনোলজিস্ট—ল্যাব (প্রিজন ইন্টারভেনশন)
পদ সংখ্য: ২টি
বেতন: ২৫,০০০ টাকা

২২. পদের নাম: মেডিকেল অফিসার
পদ সংখ্য: ১টি
বেতন: ৬০,০০০ টাকা

২৩. পদের নাম: পিএসএম স্পেশালিস্ট
পদ সংখ্য: ১টি
বেতন: ২,০০,০০০ টাকা

২৪. পদের নাম: ম্যানেজার-ফিন্যান্স
পদ সংখ্য: ১টি
বেতন: ১,২০,০০০ টাকা

২৫. পদের নাম: অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-অ্যাডমিন অ্যান্ড এইচআর
পদ সংখ্য: ১টি
বেতন: ৭৫,৬০০ টাকা

আবেদন ফি : ১ থেকে ৬ এবং ৮, ২৩ ও ২৪ নম্বর পদের জন্য ১০০ টাকা; ৭, ২০ ও ২৫ নম্বর পদের জন্য ৮০ টাকা; ৯, ১০, ১১ ও ২২ নম্বর পদের জন্য ৭০ টাকা এবং ১২ থেকে ১৯ ও ২১ নম্বর পদের জন্য ৬০ টাকা।

আবেদনের লিংক ও নিয়োগ বিজ্ঞপ্তি : http://ntp.teletalk.com.bd

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে