ঢাকা: রাজধানীর ধানমন্ডিতে একটি ১২ তলা বিশিষ্ট বহুতল ভবনে আগুন লাগার ঘটনায় মুন্নুজান বেগম নামের এক বৃদ্ধার মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার গভীর রাতে ওই ভবনে আগুন লাগে। ওই বৃদ্ধা ভবনের ৮ তলায় থাকতেন।
আগুন থেকে সৃষ্ট ধোঁয়ার কারণে বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। এ প্রসঙ্গে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, পশ্চিম ধানমন্ডির ৮/এ সড়কের ৮৫/২ নম্বর বাড়িতে গভীর রাতে আগুন লাগে। রাত সোয়া ১টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরো জানান, ভবনের নিচতলায় আগুনের সূত্রপাত। পরে তা ওপরের দিকে ছড়িয়ে পড়ে। ৮ তলা থেকে মুন্নুজানকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম