এমটিনিউজ২৪ ডেস্ক : রাজধানীর তেজগাঁওয়ে তিতাস কমিউটার ট্রেনের ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুতের ঘটনার দীর্ঘ সাড়ে ৪ ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিঙ্গেল লাইনে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা থেকে এক লাইন দিয়ে ঢাকার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ মাসুদ সারওয়ার।