বৃহস্পতিবার, ০৭ ডিসেম্বর, ২০২৩, ১০:০৪:০৯

যেদিন থামবে বৃষ্টি

যেদিন থামবে বৃষ্টি

এমটিনিউজ২৪ ডেস্ক : ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বুধবার (৬ ডিসেম্বর) রাত থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টিপাতও হচ্ছে। 

আজ বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিনের শেষে এই বৃষ্টিপাত কমে বাড়বে শীত। আবহাওয়াবিদ বজলুর রশিদ এসব তথ্য গণমাধ্যমকে জানিয়েছেন।

তিনি জানান, আজ বৃহস্পতিবার এই বৃষ্টিপাত থাকবে। এরপরই বৃষ্টি কমে যাবে। বাড়বে শীত। বৃহস্পতিবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ মেঘলা থাকবে। 

এই সময়ে উত্তর ও উত্তর-পূর্বদিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল রাত ১২টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত ঢাকা ও এর আশপাশের এলাকায় মোট ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কেটে গেলেই কমে আসবে দিন ও রাতের তাপমাত্রা। মৌসুমের শেষ ঘূর্ণিঝড় মিগজাউমের হানায় বিপর্যস্ত ভারতের অন্ধ্রপ্রদেশ-তামিলনাড়ু উপকূল। আর এ ঝড়েরই প্রভাব পড়েছে দেশের আবহাওয়ায়। গত দুদিন ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে নানা জেলায়।

ডিসেম্বরের শেষ দিকে হালকা থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আভাস দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে