সিলেট: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র সিলেট জেলা ও মহানগর শাখার সম্মেলন শুরু হয়েছে। রোববার সকাল ১০টায় নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের শহীদ সুলেমান হলে এ সম্মেলন শুরু হয়।
উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এছাড়া উক্ত সম্মেলনে সিলেট জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নূরুল হকের সভাপতিত্ত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এনাম আহমদ চৌধুরী, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানসহ সিলেট বিএনপির শীর্ষ নেতারা।
দিনব্যাপী এই সম্মেলনের দ্বিতীয় পর্বে ১৩২ জন ভোটার ভোটের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপির নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
উল্লেখ্য, সবশেষ ২০০৯ সালের ২৫ নভেম্বর সিলেট জেলা বিএনপির সম্মেলন হয়েছিল।
৭ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪ ডটকম/জেএম/আরএম