শুক্রবার, ০৮ ডিসেম্বর, ২০২৩, ০৫:৩১:৩১

জুতা চুরি মুক্ত মসজিদ গড়ার ঘোষণা সুমনের

জুতা চুরি মুক্ত মসজিদ গড়ার ঘোষণা সুমনের

এমটিনিউজ২৪ ডেস্ক : নিজের নির্বাচনী এলাকার মসজিদগুলো জুতা চুরি মুক্ত করা হবে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। 

তিনি বলেছেন, সংসদ সদস্য নির্বাচিত হলে মসজিদগুলো জুতা চোর মুক্ত করা হবে। মসজিদে জুতা চুরির ভয় থাকবে না। এতে মুসল্লিরা মনোযোগের সঙ্গে নামাজ আদায় ও ইবাদত পালন করতে পারবেন।

আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জের চুনারুঘাট মডেল মসজিদে জুমার নামাজ আদায়কালে মুসল্লিদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার সুমন পরে নির্বাচনী এলাকার বিভিন্ন চা বাগানে গণসংযোগ করেন।

 সৈয়দ সায়েদুল হক সুমন বলেন, যারা জুতা চুরির কাজে জড়িত তাদের পুনর্বাসন করা হবে। এতে চুনারুঘাট ও মাধবপুর উপজেলার প্রতিটি মসজিদ হবে জুতা চুরি মুক্ত। সারা দেশের মধ্যে মডেল হবে এই এলাকা। 

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন সৃষ্টিকারী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে নৌকার মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হন। ওই আসনে সুমনের প্রতিদ্বন্দ্বী বিমান প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী এই আসনে নৌকার প্রার্থী হয়েছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে