এমটিনিউজ২৪ ডেস্ক : অনলাইনে ১০ মিনিটের মধ্যে বিদেশিদের অন-অ্যারাইভাল ভিসা দেওয়ার সুবিধা রেখে অ্যাপ উদ্বোধন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সচিবালয়ে বিদেশি নাগরিকদের জন্য অন-অ্যারাইভাল বা ট্রানজিট ভিসা আবেদনে অনলাইন অ্যাপ উদ্বোধন করা হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এ অ্যাপ উদ্বোধন করেন।
অ্যাপ উদ্বোধনের পর স্বরাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘অন-অ্যারাইভাল ভিসা যাতে সহজ হয় সেটি আজ উদ্বোধন করা হলো। অ্যাপের মাধ্যমে ১০ মিনিটের মধ্যে অন-অ্যারাইভাল ভিসা নেওয়া যাবে। অনলাইনে গিয়ে তারা (বিদেশি) ইনফরমেশন দিয়ে দিলে আমাদের এখান থেকে কাগজপত্র সব ঠিক পেলে একটা কোড দিয়ে দেবে। বাংলাদেশে আসার পর ওই কোড দেখানোর পর ডলারে পেমেন্ট করে সঙ্গে সঙ্গেই ভিসা পেয়ে যাবে।’
তিনি বলেন, ‘এটা ৫ থেকে ১০ মিনিটের মধ্যে হয়ে যাবে। ব্যাংকিং চ্যানেলে যতটুকু সময় লাগে শুধু অতটুকুই সময় লাগবে। আগে এ সময় ৩০ মিনিট থেকে থেকে এক ঘণ্টা লাগতো।’ অন-অ্যারাইভাল ভিসা ৩০ দিনের জন্য দেওয়া হবে বলেও জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, ১৪টি দেশ বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা সুবিধা পায়।
পাসপোর্টে পুলিশ ভেরিফিকেশন তুলে দেওয়ার চিন্তা
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমরা আপনাদেরকে সুখবর দিচ্ছি- পাসপোর্টটাও যাতে মানুষ সহজে করতে পারে, এজন্য পুলিশ ভেরিফিকেশন উঠিয়ে দেওয়া যায় কি না বা থাকলেও কতটা সহজভাবে করা যায়, সেই চিন্তা-ভাবনা আমাদের রয়েছে। আমরা চেষ্টা করবো যাতে পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন দরকারই না হয়।’