মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩, ০৯:২৫:৩৭

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে!

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, তাপমাত্রা নামবে ১০ ডিগ্রির নিচে!

এমটিনিউজ২৪ ডেস্ক : সময়ের সাথে সাথে বাড়ছে শীতের তীব্রতা। উত্তর ও পশ্চিমাঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকা এখন দিনের বেশিরভাগ সময় থাকছে কুয়াশাচ্ছন্ন। 

দেশে মৌসুমের সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে গতকাল নওগাঁর বদলগাছিতে। ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছিল তাপমাত্রা। যা শৈত্যপ্রবাহের কাছাকাছি। আবহাওয়াবিদদের মতে— তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে এলে সেটি শৈত্যপ্রবাহ। 

আবহাওয়াবিদরা বলছেন, তাপমাত্রা আরও কমে আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতের তাপমাত্রা আরও ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

বজলুর রশিদ একজন আবহাওয়াবিদ। তিনি জানিয়েছেন, আগামীকাল বুধবার থেকে দেশের বেশকিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। যা চলতি মৌসুমে প্রথম। শৈত্যপ্রবাহ সাধারণত দুই থেকে চার দিন স্থায়ী হয়। 

এদিকে শীতের তীব্রতার সঙ্গে কুয়াশার দাপটে উত্তর–পশ্চিমাঞ্চলের অনেক এলাকায় স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। সমস্যায় পড়ছেন এসব এলাকায় স্বল্প আয়ের মানুষ। বিশেষ করে দিনমজুর ও রিকশা ভ্যান চালকরা ভুগছেন এই সমস্যায়। 

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, গতকাল ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের মধ্যে গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে টেকনাফে, ৩০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে