সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০১:০৮:২৯

‘দেখে যাও, তোমাদের দেশের প্রধানমন্ত্রী কী খায়’

‘দেখে যাও, তোমাদের দেশের প্রধানমন্ত্রী কী খায়’

নিউজ ডেস্ক : বঙ্গবন্ধুর দুপুরের খাওয়ার সময় হওয়ায় তিনি আমাকে আমন্ত্রণ জানালেন তার সঙ্গে খেতে। দুজনে তার দুপুরের বিশ্রামকক্ষে গেলাম। সেখানে সংস্থাপন বিভাগের অতিরিক্ত সেক্রেটারি ও বঙ্গবন্ধুর ভগ্নিপতি সৈয়দ হোসেন একটি ফাইলে দস্তখত নেয়ার জন্য অপেক্ষা করছিলেন।

তিনি বললেন যে সকাল থেকে অপেক্ষা করছেন, কিন্তু সময়মতো বঙ্গবন্ধুর কাছে আসার সুযোগ পাননি। তাই তিনি খাওয়ার সময় এসেছেন। বঙ্গবন্ধুকে কিছুটা যেন অন্যমনস্ক ও পরিশ্রান্ত দেখাচ্ছিল।

তিনি বললেন, ‘কিছু মনে করো না। আজকে ফাইল নিয়ে যাও, কাল এসো।’ সৈয়দ হোসেন তবু যখন অনুনয়ের ভঙ্গিতে দাঁড়িয়েই রইলেন, বঙ্গবন্ধু কিছুটা বিরক্তির সুরেই বললেন, ‘আজকে যাও।’ সৈয়দ হোসেন চলে গেলেন। দু-এক মিনিটের মধ্যে হাতমুখ ধুয়ে এসে বসলেন খাবার টেবিলে। আমার জন্যও একটি প্লেট- সামনাসামনি।

টিফিন ক্যারিয়ারে খাবার ছিল। কিছু সবজি, ইলিশ মাছের মাথাসহ দু-এক টুকরা মাছ ও ডাল। কেউ জানত না, বঙ্গবন্ধুর মেহমান থাকবে। তাই রোজকার মতো খাবারই তাঁর জন্য পাঠানো হয়েছে। অতিথির জন্য সে খাবার যথেষ্ট উঁচুমানের হবে না মনে করে বঙ্গবন্ধু ক্ষণিকের জন্য হলেও অপ্রতিভ হলেন। বললেন, ‘খলিল, তোমরা তো অনেক ভালো খাও। তোমাকে ডেকে এনে আজ একটু অভুক্তই রাখব হয়তো। কিন্তু এটাও দেখে যাও, তোমাদের দেশের প্রধানমন্ত্রী কী খায়।’

প্রয়াত মেজর জেনারেল এম খলিলুর রহমান ‘কাছ থেকে দেখা ১৯৭৩-১৯৭৫’ শীর্ষক বইতে এসব কথা লিখেছেন। প্রথমা থেকে প্রকাশিত এ বইতে আরও লেখা হয়েছে, খাওয়া শুরু হলো। সবজি খাওয়া শেষ হলে দুই টুকরা মাছ তিনি নিজেই দুই পাতে দিলেন। ইলিশের মাথাটা সকলে পছন্দ করে না বেশি কাঁটা বলে। আবার যারা পছন্দ করে, তাদের প্রিয় খাদ্য এই মাথা। বঙ্গবন্ধুর জন্য পাঠানো হয়েছে বলে বুঝলাম যে ইলিশের মাথা তার প্রিয়।

আমি বললাম, ‘স্যার, আপনি মাথাটা খান। আমি মাথা বিশেষ পছন্দ করি না।’ কথাটা মিথ্যে, আসলে আমি নিজেও পছন্দ করি। হয়তো বুঝতে পারলেন, কিংবা একা মাথাটা খাওয়া কিছুটা স্বার্থপরতার মতো দেখাবে মনে করে মাথাটা তিনি অত্যন্ত সুচারুভাবে দুই ভাগে ভাগ করলেন এবং এক ভাগ আমাকে দিলেন। ব্যাপারটি ছোট কিন্তু মনে রাখার মতো। -এমজমিন

৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে