সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০২:৫৪:০৮

বান কি-মুনের ফোন, জাতিসংঘের প্যানেলে শেখ হাসিনা

বান কি-মুনের ফোন, জাতিসংঘের প্যানেলে শেখ হাসিনা

নিউজ ডেস্ক : জাতিসংঘের একটি প্যানেলে সদস্য হওয়ার আমন্ত্রণ জানাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছেন সংস্থাটির মহাসচিব বান কি-মুন। রোববার রাত ৮টায় জাতিসংঘ মহাসচিব এই ফোন করেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

তিনি বলেন, ফোনালাপে তারা পারস্পারিক শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বান কি-মুন বাংলাদেশের প্রধানমন্ত্রীকে জানান, জাতিসংঘ 'ইউনাইটেড নেশনস হাই-লেভেল প্যানেল অন ওয়াটার' নামে একটি প্যানেল করতে যাচ্ছে। এই প্যানেলে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সদস্য হিসেবে রাখার প্রস্তাব করেন বান কি-মুন। প্রধানমন্ত্রী এই প্রস্তাবে সম্মতি জানান।

ইহসানুল করিম জানান, আগামী জুন মাসের প্রথম সপ্তাহে জাতিসংঘে পুলিশের একটি সম্মেলন হবে। এই সম্মেলনে বাংলাদেশ থেকে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল পাঠাতে প্রধানমন্ত্রীকে অনুরোধ করেন বান কি-মুন।

আর আগামী ডিসেম্বরে ঢাকায় 'গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট' শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

ইহসানুল করিম আরো বলেন, ফোনালাপে এই সম্মেলনে অংশ নিতে জাতিসংঘ মহাসচিবকে আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।

তিনি বলেন, 'প্রধানমন্ত্রী বান কি-মুনকে বলেছেন- বাংলাদেশ এখন স্থিতিশীল। সকল রাজনৈতিক দল এখন ইউনিয়ন পরিষদ পর্যায়ের স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করছে। এর আগে সকল দলের অংশগ্রহণে পৌর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রয়েছে।'  যুগান্তর

৮ ফেব্রুয়ারি, ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে