এমটিনিউজ২৪ ডেস্ক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সবাইকে কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার (৫ জানুয়ারি) রাতে এক ভিডিও বার্তায় তিনি এ আহ্বান জানান।
ভিডিও বার্তায় সবাইকে সালাম জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, নির্বাচনের দু’দিন আগে আমি আহ্বান করছি সারা বাংলাদেশের মানুষকে। নির্বাচনে আপনারা যোগ্য এবং আপনাদের প্রিয় প্রার্থীকে ভোট দেওয়ার জন্য, ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান করছি।
তিনি বলেন, আমরা মনে করি, নির্বাচন-ই একমাত্র পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে সরকার এবং আপনার নির্বাচিত প্রার্থীকে নির্বাচিত করে আপনার সংসদে দেখতে পাবেন। সে জন্যই আপনার নৈতিক দায়িত্ব প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন। আপনারা সবাই ভোটকেন্দ্রে যাবেন, আপনার ভোটাধিকার প্রয়োগ করবেন এবং আপনি আপনার নৈতিক দায়িত্বটা সঙ্গে সঙ্গে পালন করবেন।
আগামীকাল ৭ জানুয়ারি ২৯৯ আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।