সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০১৬, ০৬:৪৪:২৭

বাড্ডায় বাসে আগুন

বাড্ডায় বাসে আগুন

ঢাকা : রাজধানীর উত্তর বাড্ডায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হওয়ার ঘটনায় ক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দিয়েছে।

সোমবার দুপুরের পর এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।  এসময় প্রগতি সরণীতে কিছু সময় গাড়ি চলাচল বন্ধ ছিল।

নিহতের যুবকের পরিচয় জানা যায়নি।  বয়স আনুমানিক ৩০ হবে বলে জানায় পুলিশ।  তার পরনে ছিল খয়েরি রঙের ফুলপ্যান্ট ও মেরুন রঙের হাফ শার্ট।

বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বেলা সাড়ে ৩টার দিকে রামপুরামুখী অনাবিল পরিবহনের একটি বাস পথচারী ওই যুবককে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান তিনি।  এ দৃশ্য দেখে আশপাশের জনতা উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুরের পর এতে আগুন ধরিয়ে দেয়।

খবর পেয়ে দমকলকর্মীরা গিয়ে আগুন নিভিয়ে ফেলে বলে জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক।

তিনি বলেন, আগুনে বাসের কয়েকটি আসন পুড়ে গেছে।  এ দুর্ঘটনার পর প্রায় আধা-ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল বলে জানান ওসি।  লাশটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে পুলিশ।
৮ ফেব্রুয়ারি,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে