রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ০৪:২১:১৩

দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : হানিফ

দেশে-বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে : হানিফ

এমটিনিউজ২৪ ডেস্ক : উৎসব মুখর পরিবেশে অংশ নিয়ে জনগণই নির্ধারণ করে দিয়েছে এটা গ্রহনযোগ্য নির্বাচন হয়েছে। এরইমধ্যে দেশে, বিদেশে নির্বাচন গ্রহণযোগ্য হয়েছে। 

তাই এই নির্বাচন নিয়ে আর কোনো কথা বলে কেউ হয়ত মানুষিক শান্তি পেতে পারে, এছাড়া আর কোনো লাভ নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রবিবার (২১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া মোহিনী মিল মাঠে রহিমা-আফছার স্মৃতি টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হানিফ বলেন, জাতীয় পার্টি বিরোধী দলে ছিল, এখনও তারাই বিরোধী দল। আশা করছি বিরোধী দল হিসেবে জাতীয় পার্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, নির্বাচনে বাধা না থাকায় দলের অনেক নেতাকর্মী স্বতন্ত্র প্রার্থী হয়েছিল। যে কারণে দলের মধ্যে কিছুটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। নিরসনে এরইমধ্যে পরিকল্পনা নিয়ে কাজ শুরু হয়েছে। জাতীয় নির্বাচন নিয়ে দলের মধ্যে যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে উপজেলা নির্বাচনের আগেই তা আর থাকবে না।

পরে পায়রা ও বেলুন উড়িয়ে এবং ক্রিকেট ব্যাট দিয়ে বল মোকাবেলার মধ্য দিয়ে মাহবুবউল আলম হানিফ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। এ সময় আলোচনা সভাতেও বক্তব্য রাখেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে