রবিবার, ২১ জানুয়ারী, ২০২৪, ০৮:২২:৫৪

২০ বছর পালিয়ে ছিলেন ১ বছরের সাজা এড়াতে

২০ বছর পালিয়ে ছিলেন ১ বছরের সাজা এড়াতে

এমটিনিউজ২৪ ডেস্ক : ১ বছরের সাজা এড়াতে ২০ বছর পালিয়ে থাকার পর এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম আক্তার হোসেন মোড়ল (৫৮)। তিনি মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার চাঙ্গুরী গ্রামের রমজান মোড়লের ছেলে।

তাকে গ্রেফতারের পর রবিবার দুপুরে মুন্সীগঞ্জে আদালতে পাঠানো হয়েছে। এর আগে শনিবার সন্ধ্যায় তাকে ঢাকার কদমতলি থানা এলাকা হতে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার এস.আই আল মামুন বলেন, ২০০৩ সালে ঢাকার রমনা থানার একটি অর্থ আত্মসাৎ মামলায় সিএমএম আদালত এই আসামিকে এক বছর সাজা প্রদান করে।

ওই মামলা হওয়ার পর থেকে ২০ বছর আসামি আক্তার হোসেন মোড়ল বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল। পরে গোপন সংবাদরে ভিত্তিতে তাকে ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে