মঙ্গলবার, ০৬ ফেব্রুয়ারী, ২০২৪, ১২:১১:৫০

বড় সুখবর গরুর মাংস ক্রেতা ও বিক্রেতাদের জন্য!

বড় সুখবর গরুর মাংস ক্রেতা ও বিক্রেতাদের জন্য!

এমটিনিউজ২৪ ডেস্ক : রাজশাহীর বাঘা এলাকার গরুর মাংস বিক্রেতা মামুন হোসেনকে হত্যার ঘটনায় আরেক মাংস ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

তার নাম মিজানুর রহমান ওরফে খোকন। সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করায় তাকে হত্যা করা হয় বলে জানিয়েছে র‌্যাব

বাহিনীটি বলছে, আসন্ন রমজানে রাজধানীসহ সারা দেশে সরকার নির্ধারিত ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রেতাদের যদি কেউ হুমকি-ধমকি দেয় এবং অনিরাপত্তায় ভোগে তাহলে তাদের সার্বিক নিরাপত্তা দেবে র‌্যাব।

গতকাল সোমবার রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন বড় সুখবরের কথা জানানো হয়। এর আগে গত রবিবার রাতে র‌্যাব-৫ ও র‌্যাব-৮-এর আভিযানিক দল মাদারীপুরের শিবচর এলাকায় অভিযান পরিচালনা করে মাংস ব্যবসায়ী মো. মিজানুর রহমান ওরফে খোকনকে (৩৫) গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গত ২০ জানুয়ারি রাজশাহীর বাঘা থানার আড়ানী হাটে ন্যায্যমূল্যে গরুর মাংস বিক্রি করায় মামুন হোসেনকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করে মিজানুর রহমান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় মামুনের ছোট ভাই বাদী হয়ে রাজশাহীর বাঘা থানায় একটি হত্যা মামলা করেন।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র কমান্ডার খন্দকার আল মঈন বলেন, সরকার নির্ধারিত বা ন্যায্যমূল্যে যারা পণ্য বিক্রি করবে তারা যদি কোনো হুমকি পান, নিরাপত্তাহীনতায় ভোগেন বা তাদের ব্যবসায় যদি কেউ প্রতিবন্ধকতা করে তাহলে অবশ্যই তাদের জন্য আমরা আইনগত ব্যবস্থা নেব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে