সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫, ০৯:৫৮:২৫

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান তারেক রহমানের

অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান তারেক রহমানের

এমটিনিউজ২৪ ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দ্রুত নির্বাচনের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, ‘সংস্কার নিয়ে অযাচিত আলোচনা না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করেন।’

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকালে খুলনা সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত খুলনা মহানগর বিএনপির সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

দীর্ঘ ১৬ বছর পর খুলনা মহানগর বিএনপির সম্মেলন ঘিরে উচ্ছ্বাস। স্লোগান, মিছিলে উচ্ছ্বসিত নেতাকর্মীরা। নেতাকর্মী, ডেলিগেট আর কাউন্সিলরদের উপস্থিতিতে খুলনা সার্কিট হাউস মাঠ পরিপূর্ণ হয়ে যায় সকাল ১১টার মধ্যেই।

সমাবেশে ভার্চুয়ালি যুক্ত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ‘তর্ক, বিতর্ক করতে গিয়ে এমন কিছু যেন না হয়, যাতে স্বৈরাচার কিংবা যারা দেশের ভালো যারা চায় না, তারা সুযোগ পেয়ে যায়।’ 

বিএনপি ক্ষমতায় গেল নারী উন্নয়ন, শিক্ষা, কৃষি, স্বাস্থ্য বিভাগে কি কি করবেন এ সময় তারেক রহমান তা উল্লেখ করেন। অন্তর্বর্তী সরকারকে এসব বিষয়ে নজর দেয়ারও পরামর্শ দেন তিনি।

গণতন্ত্র যত প্রাকটিস হবে তত গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছ হবে উল্লেখ করে তারেক জিয়া বলেন, এ কারণেই বিএনপি দলের মধ্যে গণতান্ত্রিক উপায়ে নেতা নির্বাচিত করছে।

সমাবেশ থেকে আগামী নির্বাচনে ধানের শীষে প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানান চেয়াপার্সনের উপদেষ্টা আমান উল্লাহ আমান। এ সময় নেতাকর্মীরাও হাত উঠিয়ে ধানের শীষে ভোটের প্রতিশ্রুতি দেন।

বিকেলে দ্বিতীয় অধিবেশনে খুলনা মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে লড়বেন ১২ জন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে