রিপন আনসারী, ইজতেমা ময়দান থেকে: বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাদ ফজর থেকে। এর আগেই বৃহস্পতিবার রাত ৯টা পর্যন্ত পাঁচ মুসল্লির মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ইজতেমা ময়দানে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন তাঁরা।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম মুসল্লিদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
ইজতেমা ময়দানে মারা যাওয়া ব্যক্তিরা হলেন, শেরপুর সদর থানার রামকৃষ্ণপুর গ্রামের মৃত মহেজ উদ্দিনের ছেলে আবুল কালাম (৬৫), নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মোহাম্মদ সুলতান উদ্দিনের ছেলে মো. হেলিম মিয়া (৬৫), দিনাজপুর জেলার নবাবগঞ্জ থানার শিবনগর গ্রামের ইউসুফ উদ্দিনের ছেলে জহির উদ্দিন (৭০)। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
এর আগে বিশ্ব ইজতেমার প্রথম পর্বে মোট ২৬ জন মারা যান। ইজতেমা ময়দানে আসার পথে, ময়দানে ও বাড়ি যাওয়ার পথে তাঁদের মৃত্যু হয়।
বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব শুক্রবার শুরু হয়ে আগামী রবিবার (১১ জানুয়ারি) আখেরি মোনাজাত দিয়ে শেষ হবে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা মুসল্লিরা গত বুধবার থেকে ইজতেমা ময়দানে জড়ো হন। আগামী রবিবার আখেরি মোনাজাত। -কালের কণ্ঠ