এমটিনিউজ২৪ ডেস্ক : মৌলভীবাজারের আইনপুরে বিএনপির আয়োজিত সমাবেশ চলাকালীন মাগরিবের আজান হলে নেতাকর্মীদের নিয়ে সমাবেশ মঞ্চেই নামাজ আদায় করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) মৌলভীবাজারের শেরপুর আইনপুরে নির্বাচনি জনসভায় সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।
ওই সমাবেশে জেলার চারটি আসনের বিএনপি প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়া হয়। তারা হলেন— মৌলভীবাজার-১ আসনের প্রার্থী নাসির উদ্দিন মিঠু, মৌলভীবাজার-২ আসনের শওকতুল ইসলাম শকু, মৌলভীবাজার-৩ আসনের এম নাসের রহমান এবং মৌলভীবাজার-৪ আসনের মুজিবুর রহমান চৌধুরী হাজী মুজিব।
বিকেলে জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ুনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। এ সময় বিভিন্ন পর্যায়ের স্থানীয় নেতা-কর্মীরাও সমাবেশে বক্তব্য রাখেন।
সমাবেশকে কেন্দ্র করে জেলার ৭টি উপজেলার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশে উপস্থিত হন।