এমটিনিউজ২৪ ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দে বাহিরচর এলাকায় পদ্মা নদীতে এক জেলের জালে বিশালাকৃতির দুটি চিতল মাছ ধরা পড়েছে। শনিবার সকাল ৬টায় স্থানীয় জেলে বারেক মণ্ডল ও তাঁর সঙ্গীরা জাল ফেললে মাছ দুটি তাঁদের জালে ওঠে। পরে দৌলতদিয়া ফেরিঘাটে এনে ৩৩ হাজারে মাছ দুটি বিক্রি করেন।
মাছ ব্যবসায়ী চান্দু মিয়া বলেন, পদ্মা নদীর চিতল মাছ অনেক সুস্বাদু হওয়ায় এর অনেক চাহিদা রয়েছে।
তাই বেশি দামে বিক্রির আশায় জেলে বারেক মণ্ডলের কাছ থেকে এক হাজার ৬৫০ টাকা কেজি দরে আধা মণ ওজনের দুটি চিতল কিনেছি। মাছ দুটির মধ্যে একটির ওজন সাড়ে ১০ কেজি, অপরটি সাড়ে ৯ কেজি।