এমটিনিউজ২৪ ডেস্ক : খালি মাঠের এক পাশে ঝোপঝাড়। পুলিশ হঠাৎ এসে সেই ঝোপের ভেতরে খুঁড়তে শুরু করে মাটি। তারপর একে একে বেরিয়ে আসতে শুরু করে সোনার কানের দুল, হাতের বালা, চুরি, গলার হারসহ আরও কত কি! সবমিলিয়ে উদ্ধার হয় ৫১ ভরি সোনা। বর্তমান বাজার দর হিসেবে যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।
শনিবার (১০ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে ৫১ ভরি সোনা উদ্ধারের কথা জানিয়েছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান।
এর আগে গত শুক্রবার বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে এই সোনা চুরিতে জড়িত থাকার অভিযোগে ৬ আসামিকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সদরঘাট থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় পাইপ গান, ৪টি ধারালো ছোরা ও ২টি তালা ভাঙার সরঞ্জাম উদ্ধার করা হয়।
গ্রেপ্তাররা হলো- মোঃ আরিফ হোসেন, মোৎ শরীফ, মেহেদি হাসান রুবেল, মোঃ সাইদুল ইসলাম রিগ্যান, মোৎ হান্নান ও মোৎ রিয়াদ হোসেন।
পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির সময় ৬ জনকে অস্ত্রসহ আটক করে পুলিশ। পরে তাদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মেহেদি হাসান জানায়- কিছুদিন আগে নগরের মেহেদিবাগ এলাকা থেকে বেশকিছু সোনা চুরি করেছিল, যা আগ্রাবাদ এলাকায় একটি খালি মাঠের ঝোপের আড়ালে মাটির নিচে লুকিয়ে রাখা হয়েছে। পরে পুলিশ এসব সোনা উদ্ধার করে।
সিএমপি উপপুলিশ কমিশনার (দক্ষিণ) মোস্তাফিজুর রহমান জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তার ৬ আসামির মধ্যে দুজন চোরাই হওয়া সোনার বিষয়ে জানায়। তাদের স্বীকারোক্তি অনুসারে তাদের নিয়ে সোনা উদ্ধারের অভিযানে ডবলমুরিং থানার বারেক বিল্ডিং মোড় এলাকার কনকর্ড গ্রুপের খালি জায়গায় থাকা ঝোঁপের মধ্যে মাটির নিচ থেকে প্রায় ৫২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়।