রবিবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৪, ১০:০৭:১৩

বড় সুখবর শিক্ষক নিয়োগ নিয়ে!

বড় সুখবর শিক্ষক নিয়োগ নিয়ে!

এমটিনিউজ২৪ ডেস্ক : বড় সুখবর, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সঙ্কট নিরসণে বছরে চারবার শূন্যপদে শিক্ষকদের তালিকা করে শিক্ষক নিয়োগ দেয়ার প্রক্রিয়া শুরু করতে চাইছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)।

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম গণমাধ্যমকে বলেন, খুব দ্রুত পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের কাজ চলছে। এই প্রক্রিয়া শেষ হলে শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। পরবর্তীতে পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

এক প্রশ্নের জবাবে চেয়ারম্যান জানান, আগামী এপ্রিলের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে চাই। এ জন্য সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। শূন্য পদের তথ্য সংগ্রহের পর পরই গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে।

তিনি আরো বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী আমাদের দফতরে এসেছিলেন। শিক্ষক সঙ্কট দূর করতে দ্রুত নিয়োগ কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছেন। আমরাও চাচ্ছি, দ্রুত শিক্ষক নিয়োগের কার্যক্রম শুরু করতে। আশা করছি এপ্রিলের আগেই পঞ্চম গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে পারব।

সূত্র আরো জানায়, স্কুল-কলেজ, মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক সঙ্কট দূর করতে প্রতি বছর কমপক্ষে চারটি গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। এ জন্য বছরে একাধিকবার শূন্য পদের তথ্যও সংগ্রহ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে