বুধবার, ২৭ মার্চ, ২০২৪, ০৯:৩৩:৪৩

হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

 হাসপাতালে নেয়া হচ্ছে খালেদা জিয়াকে

এমটিনিউজ২৪ ডেস্ক : শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতালে নেয়া হবে।

বুধবার (২৭ মার্চ) রাতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেয়া হবে তাকে।

বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবীর বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার (১৪ মার্চ) মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী শারীরিক কিছু জরুরি পরীক্ষা-নিরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরন বেগম খালেদা জিয়া।

তখন তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানান, সুস্থবোধ করায় মেডিকেল বোর্ডের পরামর্শে ম্যাডামকে বাসায় (খালেদা জিয়া) আনা হয়েছে। বাসায় রেখে তার চিকিৎসা দেয়ার সিদ্ধান্ত দেয় মেডিকেল বোর্ড। ম্যাডাম সবার কাছে দোয়া চেয়েছেন।
 
তিনি আরও বলেন, ‘উনি আপাতত সুস্থবোধ করছেন। তবে এই সুস্থতা দীর্ঘস্থায়ী নয়। যে কোনো সময় শারীরিক জটিলতা বাড়তে পারে। ওনাকে যত দ্রুত সম্ভব বিদেশে জন হপকিন্সে স্থানান্তর করতে হবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে