বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ০২:০২:৫৫

কাঁচামরিচ-পেঁয়াজের দাম নেমে এলো অর্ধেকে

কাঁচামরিচ-পেঁয়াজের দাম নেমে এলো অর্ধেকে

এমটিনিউজ২৪ ডেস্ক : সরবরাহ বাড়ায় দুই সপ্তাহের ব্যবধানে বগুড়ার আদমদীঘিতে কাঁচামরিচ ও পেঁয়াজের দাম অর্ধেকে নেমে এসেছে। নিত্য প্রয়োজনীয় এসব পণ্যের দাম কমায় খুশি ক্রেতারা। বুধবার (২৭ মার্চ) দুপুরে উপজেলার বেশ কয়েকটি হাট-বাজারের ব্যবসায়ীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

সরেজমিনে আদমদীঘি হাটে গিয়ে দেখা যায়, প্রতিটি দোকানে ব্যবসায়ীরা সাজিয়ে রেখেছেন কাঁচামরিচ ও পেঁয়াজ। গেল দুই সপ্তাহ আগে রোজার শুরুর দিকে দেশিয় কাঁচামরিচ ৮০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। কিন্তু বর্তমানে সেই মরিচ খুচরা বাজারে ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আড়তে পাইকারি ২৫ থেকে ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পেঁয়াজ বিক্রি হয়েছে ১০০ থেকে ১১০ টাকায় বর্তমানে ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হচ্ছে। আরআড়তে পাইকারি ৩০ থেকে ৩৫ টাকা।

খুচরা সবজি বিক্রেতা রাশেদুল ইসলাম জানান, আমরা আড়তে কম দামে কিনতে পারলে কম দামেই খুচরা বিক্রি করে থাকি। বুধবার নওগাঁ আড়ৎ থেকে পাইকারি ১২শ’ টাকা মণ দরে কাঁচামরিচ ও ভালো মানের পেঁয়াজ কিনেছি ১৪শ’ টাকা মণ। যার কারণে কাঁচামরিচ ও পেঁয়াজ কম দামে বিক্রি করতে পারছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে