বৃহস্পতিবার, ০৪ এপ্রিল, ২০২৪, ১২:১১:৪০

মহাসড়কের পাশে ছিটকে পড়ে যাত্রীবাহী বাস

 মহাসড়কের পাশে ছিটকে পড়ে যাত্রীবাহী বাস

এমটিনিউজ২৪ ডেস্ক : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দিগন্ত পরিবহনের একটি যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের খাদে ছিটকে পড়ে কমপক্ষে ১৫ জন যাত্রী আহত হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে রেকার পাঠালেও হাইওয়ে থানার দায়িত্বে থাকা পুলিশ সদস্য আসেননি। 

ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) বিকেল তিনটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বিজয়নগর উপজেলার রামপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয়রা দুর্ঘটনা কবলিত বাস থেকে আহতদের উদ্ধার করে হবিগঞ্জের মাধবপুর, ব্রাহ্মণবাড়িয়াসহ বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহত যাত্রীদের নাম পরিচয় জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের আসছিল দিগন্ত পরিবহনের একটি লোকাল বাস। পথে বিজয়নগরের রামপুর নামক স্থানে আসলে বাসটি বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাককে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে ছিটকে পড়ে। খবর পেয়ে হাইওয়ে থানা থেকে উদ্ধারকারী রেকার ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় বাসটি উদ্ধারের চেষ্টা করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে