এমটিনিউজ২৪ ডেস্ক : বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের প্রকাশিত পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের শেষ দিন আজ বৃহস্পতিবার (৯ মে)। এই বিজ্ঞপ্তিতে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসায় ৯৬ হাজার ৭৩৬ পদে শিক্ষক নিয়োগ দেবে এনটিআরসিএ।
গত ১৭ এপ্রিল দুপুর ১২টা থেকে অনলাইনে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আবেদন চলবে ৯ মে পর্যন্ত।
আর আবেদন ফি জমা দেয়া যাবে ১০ মে রাত ১২টা পর্যন্ত।
বিজ্ঞপ্তি অনুযায়ী এবার ৯৬ হাজার ৭৩৬ পদের মধ্যে স্কুল অ্যান্ড কলেজে ৪৩ হাজার ২৮৬ পদে এবং মাদরাসা ও কারিগরি প্রতিষ্ঠানে ৫৩ হাজার ৪৫০ পদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। পদগুলোয় অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে নিবন্ধনধারী প্রার্থীদের।