শুক্রবার, ১০ মে, ২০২৪, ০৮:৩৪:২৩

বজ্রপাতে ৫ জনের মৃত্যু

বজ্রপাতে ৫ জনের মৃত্যু

এমটিনিউজ২৪ ডেস্ক : চার জেলায় বজ্রপাতে চার কৃষক ও এক মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় দুইজন, নড়াইলের লোহাগড়ায় একজন, চাঁপাইনবাবগঞ্জে একজন এবং সাতক্ষীরার কালিগঞ্জে এক মাদরাসাছাত্র নিহত হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটেছে। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো সংবাদে-

নরসিংদী : সদর উপজেলার ভাটপাড়ায় বজ্রপাতে দুইজন কৃষক নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন। সন্ধ্যায় সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়ার চাকশাল এলাকায় এ ঘটনা ঘটে। রাতে পাঁচদোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন- সদর উপজেলার পাঁচদোনা ইউনিয়নের ভাটপাড়া এলাকার তাহের আলীর ছেলে বিজয় মিয়া (১৭) ও সুনামগঞ্জ জেলার মধ্যনগর এলাকার কবির মিয়া (২৭)।

মাধবদী থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান জানান, বজ্রপাতের ঘটনায় চাকশাল এলাকায় দুইজন মারা গেছেন। ঘটনাস্থলে আমাদের পুলিশ রয়েছে পরিবারের লোকজন যদি মনে করেন ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করবেন তাহলে আমাদের কাছে আবেদন জানাবে নতুবা আমরা আমাদের মতো করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো।

নড়াইল : জেলায় লোহাগড়ায় বজ্রপাতে মুজিবর চৌধুরী (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের উলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের মৃত জলিল চৌধুরীর ছেলে। 

লক্ষীপাশা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ওহিদ শেখ জানান, আকাশে মেঘ দেখে বাড়ির পাশে পশ্চিম ডাঙ্গা বিলে কাটা ধান গোছাতে গিয়েছিলেন কৃষক মজিবর চৌধুরী। পরে ধান গুছিয়ে রেখে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারা যান তিনি। পরে স্থানীয় লোকজন ও নিহতের লাশ বাড়িতে নিয়ে আসা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, বিকেলে বজ্রপাতে কৃষক মজিবর চৌধুরী মারা গেছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। 

চাঁপাইনবাবগঞ্জ : জেলার নাচোল উপজেলায় বজ্রপাতে কমল (২৭) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। দুপুর পৌনে ১টার দিকে উপজেলার জালমাছকুড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কমল নাচোল ইউনিয়নের মোহাম্মদপুর জালমাছকুড়ি এলাকার বত্রিশ বারোয়ারের ছেলে।

স্থানীয়রা জানায়, মাঠে ধান কাটতে গিয়েছিলেন কমল। এই সময় হঠাৎ বজ্রপাতের আঘাতে তিনি মারা যান।

নাচোল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারেকুর রহমান সরকার জানান, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। পরে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরা : জেলার কালিগঞ্জে বজ্রপাতে শিমুল হোসেন (১৩) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। দুপুরে রামনগর বালিকা বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। কালিগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন এ তথ্য নিশ্চিত করেছেন।

শিমুল হোসেন উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের এশার আলী কাগুজীর ছেলে। সে শিমুল রামনগর জামেয়া কাদেরিয়া তাহেরিয়া আলিয়া মাদরাসার ছাত্র।

স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান ঢালী জানান, ইটভাটা শ্রমিক শিমুল হোসেন বৃহস্পতিবার দুপুরে বৃষ্টি শুরু হওয়ায় বাড়ির পার্শ্ববর্তী বিলে ছাগল আনতে যায়। পথিমধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে