শুক্রবার, ১০ মে, ২০২৪, ০৮:৩৯:২৯

ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন, নিহত ৪

ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন, নিহত ৪

এমটিনিউজ২৪ ডেস্ক : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামে আধিপত্য বিস্তার ও সিএনজিচালিত অটোরিকশার স্ট্যান্ড দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আরও একজন নিহত হয়েছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো চারে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক।

নিহতরা হলেন, অটোরিকশাচালক আব্দুল কাদির (২৫), সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার সিরাজ মিয়া (৫০), লিলু মিয়া (৫০) ও তার ভাই আনু মিয়া (৫২)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, বানিয়াচং উপজেলার আগুয়া গ্রামের সিএনজি স্ট্যান্ডের ম্যানেজার বদির মিয়া ও অটোরিকশাচালক আব্দুল কাদিরের মধ্যে স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বৃহস্পতিবার (৯ মে) সকালে বাজারে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড দখলকে কেন্দ্র করে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় ম্যানেজার বদির মিয়া অটোরিকশাচালক আব্দুল কাদিরকে মারধর করেন। বিষয়টি জানাজানি হলে কাদিরের লোকজন জড়ো হতে থাকেন। দুপুর ২টায় দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। মুহূর্তের মধ্যে সংঘর্ষ পুরো গ্রামে ছড়িয়ে পড়লে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে কাদির ও সিরাজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। হাসপাতালে নেওয়ার পর মারা যান তাদের পক্ষের লিলু মিয়া। সিলেট নেওয়ার পথে মারা যান নিহত লিলু মিয়ার ভাই আনু মিয়া। 

খবর পেয়ে বানিয়াচং থানা ও হবিগঞ্জ থেকে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে জানান, সিএনজি স্ট্যান্ডে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছে। তবে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। 

তিনি আরও বলেন, অভিযুক্তদের ধরতে অভিযান শুরু হয়েছে। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন আছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে