বুধবার, ১৫ মে, ২০২৪, ১০:৪৫:০১

তাপপ্রবাহের সতর্কতা জারি যে ৫ বিভাগে

 তাপপ্রবাহের সতর্কতা জারি যে ৫ বিভাগে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে গরম ও তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। দেশের অধিকাংশ জেলায় তাপপ্রবাহ ছিল আজ বুধবার। এ অবস্থায় দেশের পাঁচ বিভাগে আগামী ৪৮ ঘণ্টার জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ বুধবার সন্ধ্যা ৬টায় এ সতর্কবার্তা দেওয়া হয়েছে।

দেশে গরম ও তাপপ্রবাহের বিস্তৃতি বেড়েছে। চট্টগ্রাম বিভাগের কয়েকটি জেলা ছাড়া প্রায় সারা দেশেই তাপপ্রবাহ ছিল আজ বুধবার।

তাপপ্রবাহ ও তাপমাত্রা বাড়ার প্রবণতা অব্যাহত থাকতে পারে আগামী শনিবার পর্যন্ত। এমন পরিস্থিতিতে আবহাওয়া অধিদপ্তর দেশের পাঁচ বিভাগের জন্য তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে চলমান তাপপ্রবাহ আগামী শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করতে পারে।

তবে আগামী রবিবার থেকেই বৃষ্টিপাত বেড়ে গরম কমার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক আজ বুধবার কালের কণ্ঠকে বলেন, ‘এবারের তাপপ্রবাহের ব্যাপ্তিকাল খুব বড় হবে না।

এপ্রিল মাসের মতো তীব্র ও অস্বাভাবিক গরমের সম্ভাবনা নেই বললেই চলে। চলমান তাপপ্রবাহে তাপমাত্রা ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রির মধ্যে থাকতে পারে।’

এর আগে গত ৩১ মার্চ থেকে শুরু হয়ে ৬ মে পর্যন্ত প্রতিদিনই দেশের কোনো না কোনো অঞ্চলের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে গেছে, যা দেশের ইতিহাসে একটানা তাপপ্রবাহের সবচেয়ে বড় রেকর্ড। এরপর বৃষ্টি বাড়ায় ৭ মে থেকে ১২ মে পর্যন্ত ছয় দিন কোথাও তাপপ্রবাহ ছিল না। বৃষ্টি কমে আবার ১৩ মে দেশের সাত জেলায় মৃদু তাপপ্রবাহ শুরু হয় পরদিনই যা ছড়িয়ে পড়ে ৪২ জেলায়।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম জানান, তাপমাত্রা কম ও সহনীয় থাকতে পারে চার-পাঁচ দিনের জন্য। এরপর আবার তা বাড়তে পারে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে