বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ০৬:২৪:৪৮

মাসে ২৫০০ টাকা করে পাবেন যেসকল ছাত্র-ছাত্রী, যেভাবে আবেদন

মাসে ২৫০০ টাকা করে পাবেন যেসকল ছাত্র-ছাত্রী, যেভাবে আবেদন

এমটিনিউজ২৪ ডেস্ক : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের শিক্ষাবৃত্তি প্রদাণের উদ্যোগ নিয়েছে ডাচ্‌-বাংলা ব্যাংক লিমিটেড। এই বৃত্তি পেতে এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বাছাইকৃত শিক্ষার্থীদেরকে এইচএসসি পাশের আগ অবধি এ শিক্ষাবৃত্তি পাবেন।

মঙ্গলবার (১৪ মে) থেকে এই আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগামী ৮ জুন পর্যন্ত আবেদনের সুযোগ রয়েছে। শিক্ষাবৃত্তির জন্য প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীদের তালিকা প্রকাশ করা হবে ১২ জুন।

উচ্চমাধ্যমিক শিক্ষা গ্রহণকালে প্রতি মাসে আড়াই হাজার টাকা করে দুই বছরে মোট ৬০ হাজার টাকা দেওয়া হবে এ বৃত্তির আওতায়। এছাড়া পাঠ্য উপকরণ কিনতে প্রতিবছর আড়াই হাজার টাকা এবং পোশাকের জন্য এক হাজার টাকা করে অনুদানও দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা
এই শিক্ষাবৃত্তির জন্য সিটি করপোরেশন ও জেলা শহর এলাকার অন্তর্গত স্কুলের শিক্ষার্থীদের ক্ষেত্রে এসএসসিতে জিপিএ–৫ থাকতে হবে। গ্রামীণ বা অনগ্রসর অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের থাকতে হবে জিপিএ ৪ দশমিক ৮৩।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে