বুধবার, ২৬ জুন, ২০২৪, ১১:২৫:৪২

‌হঠাৎ বাড়ল ডিমের দাম! অবশেষে এবার যে সুখবর

‌হঠাৎ বাড়ল ডিমের দাম! অবশেষে এবার যে সুখবর

এমটিনিউজ২৪ ডেস্ক : ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান বলেছেন, আমরা আজ-কালকের মধ্যেই ডিমের দর নিয়ে কাজ ‍শুরু করবো। হঠাৎ করে কেন ডিমের দর বেড়েছে সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করবো। তবে কৃত্রিম সংকট করে দর বাড়ালে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

বুধবার (২৬ জুন) দুপুর আড়াইটার দিকে ফরিদপুর শহরের নিত্যপণ্যের বাজার হাজী শরীয়তুল্লাহ বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ফরিদপুর একটি বড় শহর। এখানে যে পণ্যটি আসে সেটি বিভিন্ন বড় বড় পাইকারি বাজারগুলো থেকে আসে। বাজারে আমি ‍ঘুরে দেখলাম যে, বেশির ভাগ দোকানেই ক্রয় মূল্যের পাকা রশিদ বা বিক্রয় মূল্যের তালিকা নেই। যা ভোক্তা অধিকারের আইনের পরিপন্থি।

ভোক্তার এই মহাপরিচালক বলেন, পেঁয়াজ ফরিদপুরের বাজার থেকে দেশের বিভিন্নস্থানে যায়। এই জেলার পেঁয়াজ খুব ভালো মানের। এখানে খুচরা পর্যায়ে পেঁয়াজ বিক্রি করতে দেখলাম ৭০ থেকে ৮০ টাকা দর কেজি।

এসময় তিনি হাজী শরীয়াতুল্লাহ বাজারের বিভিন্ন দোকান ঘুরে বিভিন্ন পণ্যের দর নিয়ে কথা বলেন ব্যবসায়ীদের সঙ্গে। কয়েকটি দোকানে পণ্যের দর নিয়ে অসন্তষ্টি প্রকাশ করে ব্যবস্থা নিতে জেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশ দেন তিনি।

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ফরিদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নজরুল ইসলাম, হাজী শরীয়তুল্লাহ বাজার কমিটির সভাপতি নুরুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে