বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪, ০৪:৫৪:২৭

প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

প্রেসিডেন্টের ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক : মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর ‘কালো জাদু’ করার অভিযোগে দেশটির পরিবেশবিষয়ক মন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ওই মন্ত্রীর নাম ফাতিমাত শামনাজ আলি সালিম। 

আজ বৃহস্পতিবার বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সেলিমসহ আরো দুজনকে গত রবিবার রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ আরো জানিয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য এক সপ্তাহের  হেফাজতে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

স্থানীয় গণমাধ্যম দ্য সানের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে শামনাজকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। অবশ্য পুলিশ বিষয়টি স্বীকার না করলেও অস্বীকারও করছে না। সূত্র : দি সান 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে