সোমবার, ০১ জুলাই, ২০২৪, ০৯:১৮:৪২

সতর্ক করে মাইকিং , প্রস্তত ২৬৭টি আশ্রয়কেন্দ্র

সতর্ক করে মাইকিং ,  প্রস্তত ২৬৭টি আশ্রয়কেন্দ্র

এমটিনিউজ২৪ ডেস্ক : চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসসহ যাবতীয় ক্ষতি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের মাইকিং করে সচেতন করেছে রাঙামাটি জেলা প্রশাসন। 

রোববার (৩০ জুন) সন্ধ্যায় সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব শংকর বসাকের নেতৃত্বে জেলা প্রশাসনের একটি বিশেষ টিম শহরের ঝুঁকিপূর্ণ রুপনগর, শিমুলতলী, লোকনাথ মন্দির সংলগ্ন পাহাড়ের ঢালসহ বিভিন্ন এলাকায় সচেতনতামূলক প্রচারণা চালায়। 

এর আগে বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। 

সভায় জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় থাকায় ৩০ জুন বিকেল ৪টা থেকে চট্টগ্রাম বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ফলে পাহাড়ি এলাকায় ভূমিধ্বসেরও শঙ্কার কথা জানিয়েছে তারা। ভারী বর্ষণ শুরু হলে ভূমিধসের ঝুঁকি এড়াতে পাহাড়ের ঢালে বসবাসরতদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া অথবা আশ্রয়কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। 

রাঙামাটি পৌরসভার ৯টি ওয়ার্ডে ২৯টি এবং রাঙামাটি জেলায় মোট ২৬৭টি আশ্রয়কেন্দ্র প্রস্তত রাখা হয়েছে। 

রাঙামাটি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্যমতে রাঙামাটি জেলায় গত ২৪ ঘণ্টায় ২৭.৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জেলা প্রশাসনের তথ্য মতে, রাঙামাটিতে ঝুঁকিপূর্ণ এলাকায় ৫ হাজার পরিবারের প্রায় ২০ হাজার মানুষ বসবাস করছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে