বুধবার, ০৩ জুলাই, ২০২৪, ০৯:০৭:৪৯

হু হু করে বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৬ জেলায়

হু হু করে বাড়ছে পানি, বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে ৬ জেলায়

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশের অভ্যন্তরে ও উজানে ভারি থেকে অতিভারি বৃষ্টির ফলে কোনো কোনো অঞ্চলে নদ-নদীর পানি বেড়েছে। এতে দেশের উত্তর-পূর্বাঞ্চলের পাঁচ জেলা এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের এক জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। 

আজ বুধবার সকাল পর্যন্ত এসব অঞ্চলের বন্যা পরিস্থিতির কিছুটা অবনতি হতে পারে। তবে কাল বা পরশু থেকে বৃষ্টিপাত কমে আবার এসব অঞ্চলের পরিস্থিতির উন্নতি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদ-নদীর পানি সামগ্রিকভাবে বাড়ছে, যা আজ সকাল পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এ সময় সিলেট, সুনামগঞ্জ ও নেত্রকোনা জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে। তবে মৌলভীবাজার জেলার বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকতে পারে।

অন্যদিকে আজ সকাল পর্যন্ত দেশের উত্তর, উত্তর-পূর্ব, দক্ষিণ-পূর্বাঞ্চল ও সংলগ্ন উজানে ভারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

ফলে এ সময় উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বেড়ে কিছু পয়েন্টে স্বল্প সময়ের জন্য বিপত্সীমা অতিক্রম করতে পারে। এ সময় দক্ষিণ-পূর্বাঞ্চলের মুহুরী, ফেনী, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি বেড়ে বিপত্সীমার কাছাকাছি প্রবাহিত হতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বলেন, ‘সিলেট বা উত্তর-পূর্বাঞ্চলে বুধবার সকাল পর্যন্ত পানি বাড়তে পারে। ফলে এ সময় বন্যা পরিস্থিতির সামান্য অবনতি হতে পারে।

উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা ও দুধকুমার নদ-নদীর পানি বেড়ে কোথাও কোথাও স্বল্প মেয়াদে বিপত্সীমা অতিক্রম করতে পারে। এটি আবার বুধবার রাতের মধ্যেই বিপত্সীমার নিচে নেমে যেতে পারে। তবে এরপর বৃষ্টিপাত কিছুটা কমার সম্ভাবনা থাকায় বৃহস্পতিবার বা শুক্রবার থেকে পরিস্থিতির উন্নতি হতে পারে উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে