সোমবার, ০১ জুলাই, ২০২৪, ০৫:১১:১৬

আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের পূর্বাভাস

আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের পূর্বাভাস

এমটিনিউজ২৪ ডেস্ক : সাগরে সৃষ্ট লঘুচাপ এবং মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৭২ ঘণ্টা দেশের বিভিন্ন অঞ্চলে মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ অবস্থায় পাহাড়ধসের শঙ্কা দেখা দিয়েছে।

এসবের মধ্যেই সোমবার (১ জুলাই) সন্ধ্যা ৬টার মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

 এতে বলা হয় ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ফরিদপুর, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ- ‍পূর্বদিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্রবৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে