সোমবার, ০১ জুলাই, ২০২৪, ০৫:৩৯:৪২

আলোচিত ১৫ লাখ টাকার সেই ছাগলের কী হয়েছে জানেন?

আলোচিত ১৫ লাখ টাকার সেই ছাগলের কী হয়েছে জানেন?

এমটিনিউজ২৪ ডেস্ক : সাদেক এগ্রোর আলোচিত ১৫ লাখ টাকার ছাগল ও একাধিক নিষিদ্ধ ব্রাহামা জাতের গরুর বাছুরের সন্ধান মিলেছে সাদেক সাভারের সাদেক এগ্রোর খামারে।

মঙ্গলবার (১ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে সাভারের ভাকুর্তা ইউনিয়নের ভাঙ্গাব্রিজ এলাকার সাদেক এগ্রো ফার্মে দুদকের অভিযান চলাকালীন কাপড় দিয়ে আচ্ছাদিত একটি ঘরের ভেতরে সেই ছাগলটির সন্ধান পাওয়া যায়। এসময় দেখা যায় ঢাকার মোহাম্মদপুর এলাকায় সাদেক এগ্রো ফার্ম উচ্ছেদের পর সেখানকার কিছু ভাঙ্গা শেড, মিষ্টি তৈরির সরঞ্জামসহ বেশকিছু এসি ও সাইনবোর্ডের দেখতে পাওয়া যায়।

এসময় ফার্মের দায়িত্ব থাকা ব্যবস্থাপক জাহিদ খান বলেন, আমি দের মাস যাবত এখানে দায়িত্ব নিয়েছি। এখানে মুলত দুধ উৎপাদন করা হতো। প্রতিদিন প্রায় ৬০০ থেকে ৭০০ কেজি দুধ এখান ঢাকায় সরবরাহ করা হয়। বর্তমানে এই খামারে গাভী ও বাছুর মিলিয়ে প্রায় আড়াইশো গরু রয়েছে। এছাড়া ১২টি উট ও দুটি ঘোড়াসহ কয়েশো হাস-মুরগী রয়েছে। আমিসহ প্রায় ৩৫জন কর্মী এখানে কর্মরত আছেন। আজ সকাল থেকে এখানে সিকিউরিটি গার্ডের ব্যাবস্থা করা হয়েছে এর আগে কোন নিরাপত্তা কর্মী ছিলোনা।

অভিযানে নেতৃত্ব প্রদানকারী দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আযাদ জানান, এখানে আসার পর একটি শেডে তিনটি বাহ্রামা জাতের গাভী ও সাতটি ব্রাহামা বাছুরের সন্ধান পেয়েছেন তারা। এসময় কাপর দিয়ে ঘিরে রাখা একটি ছোট কক্ষে ১৫লাখ টাকা দামের আলোচিত সেই ছাগলটিরও দেখা মিলে। এছাড়া এখানে কিছু নথির খাতা পাওয়া গেছে সেগুলো বাজেয়াপ্ত করা হয়েছে। আর যেহেতু ব্রাহামা জাতের গরু আমদানি ও উৎপাদন নিষিদ্ধ সেহেতু এই গরু গুলোর ব্যাপারে আমাদের কর্তৃপক্ষকে জানাবো এবং সেই মোতাবেক সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে