সোমবার, ০১ জুলাই, ২০২৪, ১১:৩৯:১০

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দেশের ২০ অঞ্চলে

৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা দেশের ২০ অঞ্চলে

এমটিনিউজ২৪ ডেস্ক : দেশে বৃষ্টির সঙ্গে সঙ্গে ঝড়ের প্রবণতাও বেড়েছে। বেশ কয়েকদিন ধরে ১০ থেকে ২০টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ের সতর্কতা জানিয়ে আসছে আবহাওয়া অফিস।

সবশেষ সোমবার (১ জুলাই) রাত ৯টা থেকে পরদিন মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের ২০টি অঞ্চলে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।

আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে- রাজশাহী, দিনাজপুর, পাবনা, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলে ঝড় বয়ে যেতে পারে।

দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিরও আশঙ্কা রয়েছে বলে সতর্কবার্তায় বলা হয়েছে।

তাই ২০ অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে